Select Page

মানবতাবাদী কবিতা

এস এম জাছিম

উপোসে কাদি, নির্বিকার নিরবধি জল আসে না চোখে, জানি এ শহর, বড়োই স্বার্থপর পর-ও অশ্রুজল কে দেখে?

বিশাল এ ভুবন, বিশাল ও কৃপণ,

অসহায়ের ঠাঁই ফিকে,

বাবুসাহেবদের ঘর, কতগুলো অবসর

বারান্দায় লুকিয়ে ঘুমাই দেখলে হাঁকে!

নেই কোন হুঁশ, চিনে না মানুষ, শহরীয়’র মগজ বরবাদ, ভুক্তাবশেষ, মোরে দিলে বেশ! কুকুর খায় পায় মাংসের ও স্বাদ

এ শহরে হায়, বধির স্বীকৃতি পায়,

এমন বিত্তবানের জাত;

আছে দুই ‘কান’, শুনে সুখের গান

শুনে না অসহায়দের আর্তনাদ!

মানবতাবাদী কবিতা